বাঘাইছড়িতে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে বটতলী চ্যাম্পিয়ন


ওমর ফারুক সুমন    |    ১১:৫৫ পিএম, ২০২১-০১-২৩

বাঘাইছড়িতে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে বটতলী চ্যাম্পিয়ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে " বাঘাইছড়ি  হিল স্পোর্টস এ্যাসোসিয়েশন " এর আয়োজনে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে বটতলী স্পোর্টিং ক্লাব ৫-৬ গোলে মগবান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২৩ জানুয়ারী শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত খেলা ১-১ গোলে শেষ হলে জয় পরাজয় নির্ধারনে খেলা ট্রাইবেকারে গড়ায় পরে ৫-৬ গোলে মগবান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বটতলী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারি ব্যাসরকারী কর্মকর্তা কর্মচারী এবং  হিল স্পোর্টস এ্যাসোশিয়েসনের সকল সদস্য গন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি হিল স্পোর্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহম্মেদ।

প্রধান ধারাভাষ্যকার ছিলেন মোঃ আশিকুর রহমান মানিক, খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন পঞ্চম কর্মকার,  খেলাটি ২০২০ সালের এপ্রিলে শুরু হলেও করোনা মহামারির কারনে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়নি এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন  ইউনিয়ন এবং পৌরসভা থেকে ১২ টি দল অংশ গ্রহন করে।

টুর্নামেন্টের চুড়ান্ত খেলাটি ঘিরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উজানী যুব শিল্পী গোষ্ঠীর সদস্যরা অংশ গ্রহন করে। এই টুর্নামেন্টকে ঘিরে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠটি দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। খেলা শেষে  উভয়  দলের খেলোয়াড়দের মাঝে ব্যাক্তিগত পুরস্কার ও দলীয় ট্রফি তুলে দেয়া হয়।