প্রধানমন্ত্রীর উপহার বুঝে পেল নানিয়ারচরের ২৮ টি পরিবার


নানিয়ারচর প্রতিনিধি    |    ০২:৩৫ পিএম, ২০২১-০১-২৩

প্রধানমন্ত্রীর উপহার  বুঝে পেল নানিয়ারচরের ২৮ টি পরিবার

পার্বত্য রাঙ্গামাটি জেলায় মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া প্রথম ধাপে ২৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বসতঘর পাচ্ছেন তারই ধারাবাহিকতায় প্রধম ধাপে জেলার দূর্গম উপজেলা নানিয়ারচরে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি ও খাসজমির বন্দোবস্ত জায়গা বুঝে পেয়েছে উপজেলার ২৮ টি পরিবার।

‘ক’ শ্রেণির আওতায় সারাদেশে মোট ৬৯ হাজার ৯০৪টি পরিবার ঘর পাবে।ঘর প্রতি বরাদ্দ রয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা নানিয়ারচরে মোট ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর। প্রতি ঘরে দু’টি কক্ষ,একটি রান্নাঘর ও টয়লেট রয়েছে।শনিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এ উদ্ভোদন শেষে নানিয়ারচর এসব তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

তিনি আরো জানান মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’; সেই ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাসজমির বন্দোবস্ত দেওয়াসহ রাঙ্গামাটির ভূমিহীন ও গৃহহীন নানিয়ারচর এর ২৮টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি ও খাসজমির বন্দোবস্ত বুঝিয়ে দেয়া উপলক্ষে নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর আয়োজন করা হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এসময়নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার,নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান,নানিয়ারচর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মাহাদী বিন সুলতান,নানিয়ারচর প্রেস ক্লাবের সম্পাদক নাজমুল হোসেন রনি,স্থানীয় সাংবাদিকবৃন্দ,ইউপি সদস্যাবৃন্দ,সুবিধাভোগী উপজেলার ২৮ টি পরিবারের সদস্য প্রমুখ।