মুজিবর্ষে কুরআন খতম,দোয়া ও এতিম শিশুদের খাবার বিতরন শাহাদাতের


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৭ এএম, ২০২১-০১-২৩

মুজিবর্ষে কুরআন খতম,দোয়া ও এতিম শিশুদের খাবার বিতরন শাহাদাতের

মুজিবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায়  রিজার্ভমুখ তৈয়্যবিয়া হেফজখানা ও এতিমখানা খানকা শরীফ এ মুজিববর্ষ উপলক্ষে কুরআন খতম,দোয়া ও এতিমখানায় রাতের খাবার বিতরণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শাহাদাত হোসেন।

শুক্রবার বাদে মাগরিব রিজার্ভমুখ তৈয়্যবিয়া, তাহেরিয়া হেফজখানা ও এতিমখানা খানকা শরীফ এ পবিত্র কুরআন খতম,দোয়া ও এতিমখানায় এতিমদের রাতের খাবারের ব্যবস্থা করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলার সভাপতি  শাহাদাত হোসেন।

এসময় রিজার্ভমুখ তৈয়্যবিয়া,তাহেরিয়া হেফজখানা ও এতিমখানা খানকা শরীফ এ এতিম শিশুরা একত্রে ১বার পবিত্র কুরআন খতম করে।কুরআন খতম শেষে এতিমখানার সুপার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন।

এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারন সম্পাদক রাসেল তালুকাদর সহ প্রায় ৫০জন এতিম শিশু,এতিমখানার  শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন খতম,মোনাজাত ও দোয়া শেষে এতিমখানার সকল ৫০জন এতিম শিশুকে রাতের খাবার বিতরণ করা হয়।

 শাহাদাত হোসেন বলেন,মুজিববর্ষের শুরু থেকে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে আমি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি এবং আমার নিজ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল,বিভিন্ন এতিমখানার এতিমদের মধ্যে বিশেষ খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়ার আয়োজন করতে পেরে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আত্মতৃপ্ত হয়েছি। জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্মরণে আমি যতদিন বেঁচে থাকবো এধরণের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চেষ্টা করে যাবো এবং বঙ্গকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। ভবিষ্যতেও এধরণের কাজে নিজেকে নিয়োজিত রাখতে আপ্রাণ চেষ্টা করবো।