কাপ্তাই হ্রদের সম্ভাবনা নিয়ে রাঙামাটিতে দু’দিনব্যাপী নদী সম্মেলনের উদ্বোধন


আলমগীর মানিক    |    ০১:৫১ এএম, ২০২১-০১-২৩

কাপ্তাই হ্রদের সম্ভাবনা নিয়ে রাঙামাটিতে দু’দিনব্যাপী নদী সম্মেলনের উদ্বোধন

কাপ্তাই হ্রদের পানি সম্পদ, মৎস্য সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে পার্বত্য রাঙামাটিতে ২ দিনব্যাপী ৫ম জাতীয় নদী সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল।

সারাদেশের নদীগুলো নিয়ে কাজ করা অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন নদী পরিব্রাজক দল এর আয়োজনে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী সম্মেলন ও সেমিনারের প্রথমদিন শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

উক্ত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। 

কাপ্তাই হ্রদের পানি সম্পদ, মৎস্য সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে রাঙামাটিতে আয়োজিত উক্ত সম্মেলনে যোগ দিয়েছেন দেশের ৩৪টি জেলার নদী প্রেমীগণ। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে মিসেস কবির বিন আনোয়ার, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মোঃ আলাউদ্দিন, ইসাবেলা ফাউন্ডেশন এর মূখ্য গবেষক ড. মোহাম্মদ আনিসুজ্জামান খান, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’র প্রাণিবিদ্যা বিভাগ ও সমন্বয়কারি অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ এজাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইসলাম মাহমুদ ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর মানিক।

দুইদিন ব্যাপী এই সম্মেলনের প্রথমদিনে শুক্রবার দিনের শুরুতে কাপ্তাই হ্রদ পরিভ্রমন, সন্ধ্যায়য় আয়োজক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল এর নতুন কমিটির পরিচিতি সভা, শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দকে বিশেষ সম্মাননা পদক তুলে দেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নেতৃবৃন্দ। পরবর্তীতে সাংগঠনিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখা নদী পরিব্রাজক দলের সদস্য ও নেতৃবৃন্দকেও বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উল্লেখযোগ্য নদীগুলোসহ কাপ্তাই হ্রদের উপর বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি কাপ্তাই হ্রদের পানি সম্পদ, মৎস্য সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে গবেষণামূলক আলোচনায় অংশ নিবেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ ও দেশের ৩৪টি জেলা থেকে আগত নদী পরিব্রাজক দলের সদস্যগণ।