লাইফ লাইন পরিবারের সভাপতি-হেলাল,সম্পাদক-এমরান,সাংঠনিক-আরিফ


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৩৩ এএম, ২০২১-০১-২৩

লাইফ লাইন পরিবারের সভাপতি-হেলাল,সম্পাদক-এমরান,সাংঠনিক-আরিফ

অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারন করে সামাজিক,ক্রীড়া ও অরাজনৈতিক সংগঠন ”লাইফ লাইন পরিবার” এর পূর্নাঙ্গ কমিটি গঠিত  হয়েছে।শুক্রবার সন্ধ্যায় চন্দ্রিমা রেষ্টুরেন্টে এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে ১ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনকে সভাপতি, শাহ এমরানকে সাধারন সম্পাদক ও আরিফ উদ্দিন রিফকে সাংগঠনিক সম্পাদক করে মোট উনত্রিশ জনকে নিয়ে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন,সিনিয়র সহ-সভাপতি সিরাজুল মোস্তফা,সহ-সভাপতি মোঃ খোকন,সহ-সভাপতি মোহাম্মদ তসলিম,সহ-সভাপতি মোঃ ওয়ালিদ হোসেন,সহ-সভাপতি  রিটন সিংহ,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান,যুগ্ম সাধারন সম্পাদক লিটন ত্রিপুরা,যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওমর ফারুখ তিতুমীর,যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিম উদ্দিন,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীপ তালুকদার অয়ন,দপ্তর সম্পাদক আজাদ হোসেন,অর্থ সম্পাদক ইরফান রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন,সমাজসেবা ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন,স্বাস্থ্য ও সমবায় বিষয়ক সম্পাদক জয় দত্ত,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আলভী হোসেন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিফাত হোসেন,সহ-সম্পাদক জহির রানা,সহ-সম্পাদক আরিফুল ইসলাম ও সহ-সম্পাদক রুদ্র সাহা।

লাইফ লাইন পরিবারের সভাপতি হেলাল উদ্দিন জানায়,লাইফ লাইন পরিবার একটি সম্পূর্ন অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,অলাভজনক,সামাজিক,গনতান্ত্রিক এবং জনকল্যানমুখী সংগঠন।লাইফ লাইন সংগঠন সবসময় ছাত্রছাত্রীদের অন্তনির্হিত সম্ভাবনাময় গুনাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগীতা,এলাকার মানুষদের যেকোন উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে সংবর্ধনা প্রদান করা,সামাজিক কর্মকান্ড পরিচালনা করা,সমাজের দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থাকা,এতিম শিশু নিয়ে কাজ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেকোন পদক্ষেপ গ্রহন করা।

সাধারন সম্পাদক শাহ এমরান জানায়,লাইফ লাইন পরিবারের নেতৃবৃন্দরা মাদক নেশা দ্রব্য থেকে যুব সমাজকে বিরত রাখা এবং মাদকের বিরদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাহিত্য,সংস্কৃতি,ক্রীড়া বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে উৎসাহ প্রদান করা এবং রক্তদানে সহায়তা করা সহ মানবিক কাজে এগিয়ে আসবে।

সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন রিফ জানায়,লাইফ লাইন পরিবারের সদস্যরা সবসময় ক্লিন ইমেজের থাকবে।কোন সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্র কিংবা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজ প্রমানিত হলে তার সদস্যপদ বাতিল করা হবে।