চাঁদাবাজি ও চুরির মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি হাসানকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৫ এএম, ২০২১-০১-২২

চাঁদাবাজি ও চুরির মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি হাসানকে গ্রেফতার

চাঁদাবাজি ও চুরির মামলায় বরকল উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি হাসানকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার রাত ১ টায় তাকে আটক করা হয়। বরকল উপজেলার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রহিম বোট চালক চাঁদাবাজি, চুরিসহ বেশ কিছু অভিযোগ এনে রাঙামাটি জেলা আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেয়।

পরে তদন্ত শেষে পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে বিজ্ঞ আদালত কয়েকজন জন আসামীর নামে ওয়ারেন্ট ইস্যু করে। আসামীরা হলেন গোলাম নবীর ছেলে ছালাম,মোতালেব মুন্সির ছেলে জান্নাত মুন্সি, আনোয়ারের ছেলে হাসান,গনি,রফিকুল ইসলামের ছেলে শাকিল উদ্দিন,আব্দুর রহমানের ছেলে এখলাস ,সোহেল রানা ও শাকিল। পরে বরকল থানার একটি টিম সাবেক ছাত্র লীগের সভাপতি হাসানকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

বরকল থানার এস আই প্রভাকর বড়ুয়া জানান,আদাতের আদেশে আসামীদের গ্রেফতার করা হয়েছে।বাকিদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, আসামী হাসানের বিরুদ্ধে উক্ত মামলাটি ছাড়াও আরো ৪ টি মামলা রয়েছে বলে জানা যায়।