নানিয়ারচরে দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৫:০৭ পিএম, ২০২১-০১-২১

নানিয়ারচরে দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

আবহমান বাংলার ঐতিহ্যবাহি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে পার্বত্য রাঙামাটির নানিয়ারচরে ।

বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লে.কর্ণেল.এ.কে.এম সালাহ উদ্দিন আজাদ পি.এস.সি,নবাগত নানিয়ারচর জোন কমান্ডার লে.কর্ণেল. হাসান পি.এস.সি।

আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ প্রমুখ। ২০ টি ষ্টলে বিভিন্ন নামের প্রায় ৪০ ধরনের টির মতো পিঠা প্রদর্শিত হয়েছে । নানিয়ারচরের স্থানীয় জনগন পিঠা উৎসব ঘুরে দেখেন এবং পিঠা ক্রয় করেন।


 

Attachments area