রিজার্ভ বাজারে ময়লার স্তুপঃদূর্ভোগে ব্যবসায়ী ও হাজারো পথচারী


ইকবাল হোসেন    |    ০১:৪২ এএম, ২০২১-০১-২১

রিজার্ভ বাজারে ময়লার স্তুপঃদূর্ভোগে ব্যবসায়ী ও হাজারো পথচারী

রাঙামাটি পৌরসভার ওয়ার্ড গননা শুরু যেই ওয়ার্ড থেকে সেই ১নং ওয়ার্ডের রিজার্ভ বাজার সিএনজি স্টেশন থেকে লঞ্চঘাট যাওয়ার রাস্তার পাশে ময়লা জমে স্তুপ হয়ে থাকায় দূর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা পাশাপাশি রাস্তায় চলাচলরত পথচারীরাও আছে দুর্ভোগে।

পৌরসভার ডাস্টবিনের ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণ না করায় দূর্গন্ধে ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।

রাঙামাটির নদীপথের সকল উপজেলার হাজারো যাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়াও পর্যটক ও এলাকার জনসাধারণ এবং ব্যবসায়ীরাও এই রাস্তাটাই ব্যবহার করেন। কিন্তু ডাস্টবিনের ময়লা প্রতিনিয়ত অপসারণ না করায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা ও দূর্গন্ধে প্রায়সই বিপাকে পরছেন যাত্রী, পর্যটক ও পথচারী ও ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভা কর্তৃক বসানো ডাস্টবিন কাত হয়ে পড়ে আছে আর ময়লা-আবর্জনা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ছড়াচ্ছে দূর্গন্ধ।

ব্যবসায়ী ও পথচারীরা বলেন, পৌরসভা যদি প্রতিনিয়ত সঠিকভাবে ময়লা অপসারণ করতো তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না।জনপ্রতিনিধির অবহেলার করনেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।