কাপ্তাইয়ে উদ্যোক্তা তৈরিতে বিএসপিআই ও এসআইওয়াইবি’র উদ্যোগ


নূর হোসেন মামুন    |    ০১:৪১ এএম, ২০২১-০১-২০

কাপ্তাইয়ে উদ্যোক্তা তৈরিতে বিএসপিআই ও এসআইওয়াইবি’র উদ্যোগ

কাপ্তাইয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা গঠনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিইডেন পলিটেকনিক ইন্সটিটিউট ও উদ্যোক্তা তৈরি ফাউন্ডেশন এসআইওয়াইবি। 

গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বিএসপিআইতে উদ্যোক্তা তৈরি করতে ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় প্রথম পর্যায়ে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। 

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীদের ‘চাকরি করা নয়, চাকরি দেয়া’র লক্ষ্যে এমন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।  

ইন্সটিটিউটের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. মফিজুল ইসলামসহ আরও অনেকে।