পুতুল তৈরীর উপর রাঙামাটিতে পাঁচদিনের কর্মশালা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০১ এএম, ২০২১-০১-১৯

পুতুল তৈরীর উপর রাঙামাটিতে পাঁচদিনের কর্মশালা শুরু

রাঙামাটিতে শুরু হয়েছে পুতুল তৈরী বিষয়ে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় যুবতীদের নিয়ে লাভজনক এই কুটির শিল্প প্রশিক্ষণের আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। রোববার সকালে রাঙামাটির সদর উপজেলায় এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়।


এতে ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পুতুল তৈরীতে নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রিজম প্রকল্প। এর আগে সাপছড়িতে আরো ১৫ নারীকে বিনামূল্যে পুতুল তৈরী প্রশিক্ষণ প্রদান করে প্রিজম। কর্মশালাটি শেষ হবে ২১ শে জানুয়ারী।