রাঙামাটিতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৬:৪১ পিএম, ২০২১-০১-১৮

রাঙামাটিতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন

তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার,আসক্তি রোধ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আব্দুল আলী মঞ্চে দিনব্যপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, উপজেলা নির্বহী অফিসার ফাতেমা তুজ জোহরা (উপমা), নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল জান্নাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারি,  শহীদ আব্দুল আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা রাবার স্কাউট এর সাধারণ সম্পাদক নুরুল আবসারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায়, বর্তমান প্রজন্মকে প্রযুক্তি ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কিত বিভিন্ন ধারণা দিয়ে  প্রযুক্তিকে ভালো কাজে প্রয়োগ বা ব্যবহার করতে বলা হয়।

সভা শেষে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আব্দুল আলী মঞ্চে আয়োজিত বিজ্ঞান মেলার স্টোল গুলো পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।