৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জুবাইতুন নাহার


মোঃ আবদুল নাঈম মোহন    |    ০৮:০৩ পিএম, ২০২১-০১-১৭

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জুবাইতুন নাহার

আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত  আসনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার জেবু।

রবিবার সকালে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে  ৭,৮ ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন ফরম জমাদান শেষে তিনি এলাকাবাসী সহ সকলের নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেন।

কাউন্সিলর জুবাইতুন নাহার জেবু জানায়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ৭,৮ ও ৯নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।

তিনি আরো জানান,আমি মহিলা কাউন্সিলর হিসেবে নয়, একজন সেবিকা হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা নিয়ে প্রার্থী হয়েছি।দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ৭,৮ ও ৯নং নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে সাধারন পাশে থাকবো। 

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী ও মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারী। প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারী। ভোট গ্রহন আগামী ১৪ই ফেব্রুয়ারী।