১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হেলাল

দোয়া চাইলেন এলাকাবাসীর

মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৪৫ পিএম, ২০২১-০১-১৭

১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হেলাল

আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন।রবিবার সকালে কর্মী-সমর্থক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে লংগদু উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিনের কাছে আসন্ন পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড হতে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন ফরম জমাদান শেষে তিনি এলাকাবাসী সহ সকলের নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেন।

কাউন্সিলর হেলাল জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।

তিনি আরো জানান,আমি কাউন্সিলর হিসেবে নয়, একজন সেবক হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা নিয়ে প্রার্থী হয়েছি।আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনাদের আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে আপনাদের পাশে থাকবো। 

উল্লেখ্য,রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও এবাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং মাদক নির্মূলে প্রচুর অবদান রেখেছেন ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী ও মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারী। প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারী। ভোট গ্রহন আগামী ১৪ই ফেব্রুয়ারী।