হালদা নদীতে দুই দিনে অভিযানে ৫হাজার মিটার ঘেরাও জাল জব্দ


হাটহাজারী প্রতিনিধি    |    ১১:৫৬ পিএম, ২০২১-০১-১৪

হালদা নদীতে দুই দিনে অভিযানে ৫হাজার মিটার ঘেরাও জাল জব্দ

হালদা নদীতে  বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বেলা ১২ টা থেকে তিনটা পর্যন্ত অব্যহত অভিযানে প্রায় ৪হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।
এ নিয়ে গত দুই দিনে অভিযান চালিয়ে ৫হাজার মিটার ঘেরাও জাল জব্দ করে ভ্রাম্যমান আদালতে'র নির্বাহী ম্যাজিস্ট্রেট। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত দুই বছরে অব্যাহত অভিযানের ফলেও এক শ্রেণীর মৎস্য শিকারী নদীর বিভিন্ন স্থানে ঘেরাও জাল বসিয়ে নদী থেকে মা-মাছসহ ডলফিল নিধনে ব্যস্ত থাকলে হাটহাজারী উপজেলা প্রশাসন সার্বক্ষণিক অভিযানের ফলে অনেকটা কমিয়ে আসছে। 

বঙবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য  এবং ডলফিন রক্ষায় টানা দ্বিতীয় দিনের মত বিশেষ অভিযান পরিচালনা করে হাটহাজারী  উপজেলা প্রশাসন। উপজেলার ধলই,ফরহাদাবাদ এবং গুমানমর্দন  ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন স্থান এ সব ঘেরাও জাল জব্দ করা হয়। অভিযানে ইউনিয়ন পরিষদ, আইডিএফ সদস্যরা সহায়তা করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোহাম্মদ রুহুল আমীন বলেন,যখন আমি উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে কোনো কাজে ব্যস্ত থাকি
তখনই নদীতে জাল বসিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকেন চোরদল। তিনি আরো বলেন,সকাল থেকে রাত পর্যন্ত প্রশাসনিক কাঝ ছাড়াও হালদা নদী উপর সব সময় নজর রাখতে হয়।