নানিয়ারচরে প্রাণিসম্পদ অধিদপ্তরের জনসচেতনতা মূলক সেমিনার


মেহেরাজ হোসেন সুজন    |    ১১:০০ পিএম, ২০২১-০১-১৩

নানিয়ারচরে প্রাণিসম্পদ অধিদপ্তরের জনসচেতনতা মূলক সেমিনার

১৩ ই জানুয়ারি বুধবার সকালে নানিয়ারচর উপজেলা নানিয়ারচরে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের অর্থায়নে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্ব কর্মসংস্থানে প্রাণী সম্পদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমান (তিন্নি)। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা ডা. বরুণ চৌধুরী এছাড়াও নানিয়াচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.জোতিল চাকমা সহো স্থানীয় বিভিন্ন খামারি প্রমুখ।

সেমিনারে আলোচকরা বলেন সেবা প্রদানে আমরা দায়বদ্ধ।পুষ্টিকর গাভীর পুষ্টিকর দুধ সকলে গ্রহন করতে পারে সেই আলোকে সেই সেমিনার ও প্রকল্প।