আলীকদমে প্রায় ২৪ কোটি টাকার ৭টি প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী


নুরুল কবির    |    ০৩:৫০ পিএম, ২০২০-০৯-১২

আলীকদমে প্রায় ২৪ কোটি টাকার ৭টি প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে ৯ কোটি ৪৬ লক্ষ টাকার পানি সরবরাহ প্রকল্পসহ এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত ও নির্মিতব্য ২৩ কোটি ৮৬ লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়াও এলজিইডির উদ্যোগে নির্মিত রোয়াম্ভু খালের ওপর নির্মিত ব্রিজ উদ্বোধন করেন মন্ত্রী। 

শুক্রবার একদিনের সফরে এসে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন।

এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে নির্মিত নয়া পাড়া ইউনিয়নের রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দুটি প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশল মো. আবু সাদত জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের এর সহকারী প্রকৌশলী মজিবর রহমান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোড এর সহকারী প্রকৌশলী তুষিত চাকমা প্রমুখ।

এছাড়াও এলজিইডির তত্ত্বাবধানে পান বাজার চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া কলার ঝিড়ি সড়ক কার্পেটিং, সোনাইছড়ি(আরএন্ডএইচ) হতে রূপসী পাড়া পূনর্বাসন মোড় ও বাবুপাড়া হতে নংনক্যমি সড়ক, নয়া বাজার হতে মার্মা পাড়া সড়ক, নয়াপাড়া রোয়াম্বু হতে মাংচ পাড়া সড়ক, ও বাগান পাড়া জামে মসজিদ ভায়ামনু মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী। 

অপরদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আলীকদম উপজেলার উপ-সহকারী প্রকৌশলীর বাসভবন ও জিএফএস এর মাধ্যমে পল্লী অঞ্চলের তিনটি পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।