নানিয়ারচরে শহীদ মিনার পরিচ্ছন্ন কর্মসূচি পালন


মেহেরাজ হোসেন সুজন    |    ০৮:৩১ পিএম, ২০২১-০১-১৩

নানিয়ারচরে শহীদ মিনার পরিচ্ছন্ন কর্মসূচি পালন

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিছন্নতা কর্মসূচি পালন এবং তারই ধারাবাহিকতায়" স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত"স্লোগানে বুধবার ১৩ ই জানুয়ারি সকাল ১০ ঘটিকায় নানিয়ারচর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে নানিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান বৃন্দ থানার, অফিসার ইনচার্জ, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের কিছু মানুষ এক হয়েছিলেন সেখানে। শহীদ মিনার পরিষ্কারের জন্য সবাই হাতে তুলে নেন ঝাড়ূ,সারাবছর শহীদ মিনার পরিষ্কার রাখার শপথ নেন তারা।

উক্ত আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, এবং নানিয়ারচর শিল্পকলা একাডেমির সদস্য নানিয়ারচর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী ও বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সহ প্রমূখ।