বাঘাইছড়িতে মহিলা বিষয়ক ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ


ওমর ফারুক সুমন    |    ০২:২৩ পিএম, ২০২১-০১-১৩

বাঘাইছড়িতে মহিলা বিষয়ক ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইজিএ) কর্মসূচীর আওতায় সেলাই ও বিউটিফিকেশনের  ৫০ প্রশিক্ষর্নাথীর মাঝে সনদ পত্র ও নগদ ৫ হাজার ৮ শত টাকা করে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকা বিতরন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সনদ ও নগদ অর্থ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দীমন চাকমা, বিউটিফিকেশন প্রশিক্ষক ইতি চাকমা (চুমকি), সেলাই প্রশিক্ষক মেরিলা চাকমা সহ সকল প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। সনদ বিতরন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকলের জন্য দুপুরের খাবারের ব্যাবস্থার পাশাপাশি নিউজিল্যান্ড খ্যাত উগলছড়ি বিলে বিনোদনের ব্যাবস্থাও করা হয়েছে।