নিজস্ব প্রতিবেদক | ১২:৫৪ এএম, ২০২১-০১-১০
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধানক্ষেত্র হতে পারে টেকসই পর্যটনখাত। অ্যাডভেঞ্চার উৎসবের মাধ্যমে দেশের অ্যাডভেঞ্চার পর্যটন সম্পদের সম্ভাবনা প্রসারিত ও বিকশিত হবে। অ্যাডভেঞ্চার পর্যটন দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ১১-১২ জানুয়ারি তিন পার্বত্য জেলায় দু’দিনব্যাপী ‘বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব’ উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি।
এসময় উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী, যুগ্ম সচিব পদ মর্যাদার সদস্য(প্রশাসন)আশীষ কুমার বড়ুয়া উপসচিব পদমর্যাদার সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরীসহ উন্নয়ন বোর্ডের উদ্বর্তন কর্মকর্তাগণসহ রাঙামাটির সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,এবারের বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবে থাকছে, পর্বতারোহণ, নৌবিহার, কায়াকিং, হাইকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিং, ট্রেজার হান্ট,ট্রেকিং,ক্যানিওনিং,ট্রি ট্রেইল,রোপ কোর্স,মাউন্টেইন বাইক, জিপলাইন, রেপলিং,দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারী ইভেন্ট সমূহে অংশগ্রহণের মাধ্যমে দুঃসাহসিক অভিযাত্রায় এক অন্য রকম ক্রীড়া অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা অর্জন করবে। এতে অ্যাডভেঞ্চার ক্রীড়াপ্রেমী অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। এছাড়াও পাহাড় ও সমতলে বসবাসকারী জনমানুষের এ কার্যক্রমের মাধ্যমে ঘনিষ্ঠতর হবে এবং পরস্পরের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন সুদৃঢ় হবে।
বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবে তিন পার্বত্য জেলা থেকে ৫০ জন এবং দেশের অন্যান্য জেলা থেকে ৫০ জন সহ মোট ১০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করবে। যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
আগামী ১১ জানুয়ারি রাঙামাটি জেলার চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন, পরাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ,এমপি।
নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ৪ হাজার ২৭৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ ধাপে অনুষ্ঠিত হওয়ার জন্য ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদুতে হ্রদের পানিতে পড়ে আব্দুল্লা আল রাফি নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনটি ঘটেছে সো...বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি : পার্বত্য অঞ্চলের গ্রামীণ সাধারণ বন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙ্...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংর্ঘষ বন্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন পাহাড়...বিস্তারিত
মহালছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল সহ খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার থেকে একজনকে...বিস্তারিত
মেহেরাজ হোসেন সুজন : নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে ২৫ তারিখ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান (ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2021 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited