হাটহাজারীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালো চোরঃজব্দ সেগুন কাঠ


হাটহাজারী প্রতিনিধি    |    ১১:৫৪ পিএম, ২০২১-০১-০৬

হাটহাজারীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালো চোরঃজব্দ সেগুন কাঠ

চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় মূল্যবান সেগুন গাছ কেটে কৌশলে একটি নীরব স্থানে গাছের ডাল দিয়ে ঢেকে রাখা হয়েছে।  বুধবার(৬ জানুয়ারী) খবর পেয়ে বেলা ১২টার থেকে ২টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ফরেস্ট কর্মকর্তা ও প্রহরী সহকারে পাহাড়ী এলাকার নির্জন সন্ধীপ কলোনীতে অভিযান পরিচালনা করেন।

এ সময় গাছের ডাল দিয়ে ডেকে রাখা প্রায় ৪৪পিচ মূল্যবান সেগুন গাছের রদ্দাজব্দ করেন ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, কাঠ চোরদের খবর গোপন সংবাদ ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করে কাঠ গুলো জব্দ করতে সক্ষম হই।