লংগদুতে ৩৫ কাঠুরিয়ার কবর জিয়ারত, দোয়া ও আলোচনায় সভার মাধ্যমে পাকুয়াখালী দিবস পালিত


লংগদু প্রতিনিধি    |    ১০:০২ পিএম, ২০২০-০৯-০৯

লংগদুতে ৩৫ কাঠুরিয়ার কবর জিয়ারত, দোয়া ও আলোচনায় সভার মাধ্যমে পাকুয়াখালী দিবস পালিত

৯ সেপ্টেম্বর পার্বত্যঞ্চলের অন্যতম গণহত্যা দিবস।যা পার্বত্য এলাকার বাঙলীদের কাছে “পাকুয়াখালী ট্রাজেডি দিবস ”নামে পরিচিত।পার্বত্য চট্রগ্রামের ইতিহাসে সবচেয়ে শোকাবহ এক কালো অধ্যায়। র্দীঘ প্রায় দুইযোগ পরেও এ গণহত্যার বিচার  না হওয়ায় হতাশায় নিমজ্জিত ৩৫ কাঠুরিয়ার পরিবারগুলো। আদো বিচার পাবে কি না! তা নিয়ে দেখা দিয়েছে নানা শস্কা। প্রতি বছরের ন্যায় আজও এ নিশংস গণহত্যার বিচারের দাবিতে দিবসটি পালন করেছে পার্বত্য চট্রগাম নাগরিক পরিষদ ও অংগ সংগঠন। 

বুুধবার(৯সেপ্টেম্বর) লংগদু উপজেলায় র্ববরোচিত হত্যাকান্ডে নিহত ৩৫ কাঠুরিয়াদের কবর জিয়ারত-দোয়া, শোক র‌্যালি ও আলোচনায়  সভা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা নাগরিক পরিষদের আহবায়ক,মোঃ খলিলুর রহমান খান এর সভাপতিত্বে এবং রাংগামাটি জেলার যুগ্ন সম্পাদক এবিএস মামুন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্রগাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার  আব্দুল মজিদ,।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখে, খাগড়াছড়ি জেলা সিঃ সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এস এম মাসুম রানা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাংগামাটি জেলার সিনিয়র সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আদুল কাইয়ুম প্রমুখ। স্বজন হারাদের পক্ষে বক্তব্য রাখেন রাকিব হাসান। 

৩৫ কাঠুরিয়াদের হত্যাকারী শান্তিবাহীনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তিসহ নিহত পরিবারের সকলকে পনঃবাসন ও তাদের সন্তান সন্ততীকে সরকারী চাকরীতে যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেয়ার জোর দাবি জানান বক্তারা।