হাটহাজারীতে সাংবাদিক মোঃ আলীর পিতা ইন্তকাল


হাটহাজারী প্রতিনিধি    |    ১০:২৫ পিএম, ২০২০-১২-২০

হাটহাজারীতে সাংবাদিক মোঃ আলীর পিতা ইন্তকাল

দৈনিক সমকাল ও দৈনিক সাঙ্গু পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মোহাম্মদ আলী'র পিতা হাজী আবদুল নবী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রবিবার সকাল ৭.৪৫ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজ পড়ান মুফতি শাহ আলম। এ সময় ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামিম, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রহিম, বিএনপি নেতা নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, পৌর আওয়ামীলীগ নেতা ওসমান কবির রাসেল, যুবলীগ নেতা আইয়ুব খাঁন লিটন, ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা রফিকুল ইসলাম, ইসলামি ফ্রন্ট নেতা মাওলানা আবু তালেব, দৈনিক কালের কন্ঠের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নয়া দিগন্তের আবুল বাশার, দৈনিক পূর্বকোণের খোরশেদ আলম শিমুল, আমাদের নতুন সময়ের মোঃ হোসেন, ইনকিলাবের আসলাম পারভেজ, দৈনিক সময়ের ন. ম জিয়া, সি প্লাস টিভির মোহাম্মদ আলমগীরসহ কর্মরত সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমকে মেখল কালা চাঁন দিঘি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পরে মরহুমের কবরে হাটহাজারীতে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনসুরও মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এদিকে তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সমিতি, হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, শিক্ষক সমিতি, হাটহাজারীতে কর্মরত সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।