পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জের ফাইনালে পাহাড়ের একমাত্র টিম 'রেইজিং হেল'


নিজস্ব প্রতিবেদক    |    ১১:১১ এএম, ২০২০-০৯-০৯

পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জের ফাইনালে পাহাড়ের একমাত্র টিম 'রেইজিং হেল'

'পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২০' এর দ্বিতীয় আসরে পাহাড়ের একমাত্র ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করেছে "এক্সট্রন রেইজিং হেল"। টেনসেন্ট গেমস ও পাবজি কর্পোরেশন যৌথভাবে বাংলাদেশে দ্বিতীয়বারের মত আয়োজন করেছে ১৭ লাখ টাকা প্রাইজমানির এই ওপেন-টু-অল-ফ্ল্যাগশিপ টুর্নামেন্টটি।

সারাদেশ হতে প্রায় ৩৫ হাজার টিম এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে। এর মধ্যে পাহাড় হতে অংশ নেয় ১২-১৩টি টিম। ৩৫ হাজার টিমের মধ্যে ফাইনালে অংশ নেওয়া শেষ ১৬টি দলের মধ্যে একটি ছিল পাহাড়ের প্রতিনিধিত্বকারী টিম "এক্সট্রন রেইজিং হেল"। ১৬ এর মধ্যে র‍্যাংকিং এ ১৪তম হয়ে ১৫ হাজার টাকা প্রাইজমানি জিতে নেয় দলটি। 

এ টিমের সদস্যরা হলেন মার্টিন চাকমা, হিলেন চাকমা, টুটুল চাকমা ও এলিন চাকমা। দলটির দলনেতা মার্টিন জানান, ফাইনালে আমাদের টিম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি যদিও, তবুও এতদূর আসতে পারাটা অনেক আনন্দের। চেষ্টার কোন কমতি ছিলোনা আমাদের, আন্ডারডগ টিম হিসেবে ফাইনালে নার্ভাসও একটু বেশি ছিলাম। শুরুর দুটো ম্যাচে একদম শুরুতেই ভাইরাস টিমের হাতে মরে যায়। যার কারণে পিছিয়ে পড়ি এবং কনফিডেন্স লেভেলও ডাউন হয়ে যায় প্রচুর। আর লবিতে অভিজ্ঞ সব টিম তো ছিলোই, সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা। প্রথমবার অফিশিয়াল স্টেজে খেলা তাও আবার ফাইনাল। সামনে যেন আরো ভালো করতে পারি সবাই সেই দোয়া করবেন।

ইতোমধ্যে পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জ এডিশনটি দেশের বেশ কয়েকটি পেশাদার ইস্পোর্ট ক্যারিয়ারের চূড়ান্ত মাধ্যম হিসাবে প্রমাণিত হয়েছে। সকলের জন্য উম্মুক্ত এই গেমটির প্রতিযোগীদের নির্ধারণ করতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ইন-গেম-এর বাছাইপর্ব। বাংলাদেশ চ্যালেঞ্জ এর মাধ্যমে প্লেয়ারদের ১৭ লাখ টাকার পুরস্কার দেবে পাবজি মোবাইল। চ্যাম্পিয়ন দল পাবে ৬ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী আড়াই লাখ, তৃতীয় স্থান অর্জনকারী দেড় লাখসহ ১৬তম স্থান অর্জনকারী দল পাবে সর্বনিম্ন ১০ হাজার টাকা।