রাঙামাটিতে থেংগাড়িওয়ালাদের বিজয় রাইড


সৌরভ দে    |    ০১:০৫ এএম, ২০২০-১২-১৭

রাঙামাটিতে থেংগাড়িওয়ালাদের বিজয় রাইড

বিজয় দিবসে "বিজয় রাইড" এর আয়োজন করেছে রাঙামাটি সাইক্লিস্ট ক্লাব। ১৬ ডিসেম্বর বুধবার শহরের ভেদভেদি থেকে নানিয়ারচর বুড়িঘাট পর্যন্ত এই রাইড অনুষ্ঠিত হয়। জাবেদ হোসেন,সাক্ষর চাকমা, ডেভিট লুসাই, নাজির হসেন, রোবায়েত হাসান, জয় চক্রবর্তী, দেবাশীষ মজুমদার,স্বপ্নিল মারমা, দেবজ্জিত চাকমা, ম্যারি সিল্ভিয়াসহ ১৩ জন সাইক্লিস্ট এই রাইডে অংশগ্রহণ করে।

সাইক্লিস্ট রোবায়েত হাসান জানান, আমরা ভেদভেদি থেকে সকাল সাতটায় আমাদেরবিজয় রাইড শুরু করি। মানিকছড়ি "বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ" এর ভাস্কর্যে পৌঁছিয়ে বীরশ্রেষ্ঠের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ঘিলাছড়ি হয়ে সকাল ১১টায় বুড়িঘাট পৌঁছাই। বীরশ্রেষ্ঠের মাজার জিয়ারতের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক কিছু কারণে সেটি সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৪টা নাগাদ আসামবস্তি ব্রিজে পৌঁছে শহীদদের উৎসর্গ করা "বিজয় রাইড" আমরা সমাপ্ত করি।

রোবায়েত আরো জানান, এটি কোন প্রতিযোগিতা ছিল না, বিজয় দিবস উদযাপন ও শহীদদের প্রতি সম্মান জানাতে আমরা এই রাইডের আয়োজন করেছি।